শেয়ার করুন বন্ধুর সাথে

হোমিওপ্যাথিক চিকিৎসায় হেপাটাইটিস-সি রোগে ওষুধ নির্বাচন করা খুব সহজ নয়। এ রোগে লক্ষণভেদে নিম্নলিখিত ওষুধ ব্যবহৃত হয়। যথা মার্কুরিয়াম সলিউবিলিস, নেট্রামসালফ, হাইড্রাসটিস, চেলিডোনিয়াম, কার্ডুয়াস-মেরিনাস, চিয়োন্যান্থাস-ভার্জিনিকা, চায়না, লাইকোপোডিয়াম, নাক্সভমিকা, আয়োডিয়াম, লরোসিরেসাস, এসিড মিউর, ফসফরাস, ম্যাগ্নেসিয়া মিউর, কোলেস্টেরিনাম, কলি-সিস্টাইটিস, স্টেলারিয়া মেডিকা, জগল্যান্স সিনেরিয়া, লেপট্যান্ড্রা উল্লেখযোগ্য। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।