শেয়ার করুন বন্ধুর সাথে

ডিজিটাল এবং এনালগ এর অনেক প্রকারের পার্থক্য আছে।  আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছঃ  মনে করে, আপনি বন্ধুকে একটা খবর বা তথ্য দিবেন। এখন  , আপনি তার কাছে গিয়ে আপনার খবরটি দিলেন। এটা হচ্ছে এনালগ। আর তার কাছে না গিয়ে ফোন করে মিনিটের মধ্যে আপনার উক্ত খবর বা তথ্যটি জানিয়ে দিয়েছেন। এটা ডিজিটাল।  আবার যেমন - কয়েক বছর পূর্বে চিঠি পাঠা্লে তা কয়েক দিন বা মাস সময় লাগত। সেই সময়টা ছিল এনালগ যুগ।  এখন আমরা ডিজিটালে পদ্ধততে কয়েক সেকেন্ডের মধ্যে মেইল বা চিঠি পাঠিয়ে দিতে পারি। এটাই ডিজিটাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ