শেয়ার করুন বন্ধুর সাথে

তার নাম পাওলিন পর্টার। তবে সবাই পাওলি বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ। পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। ২০১২ সালের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে। পাওলি তার এই স্বাস্থ্য নিয়ে গর্বিত কিন্তু সুখী নয়। বিশাল ওজনের এই শরীর নিয়ে তিনি আছেন নানা সমস্যায়। তিনি তার একার চেষ্টায় গোসল করতে পারেন না। যেতে পারেন না শপিং মলে। সব কাজেই তাকে সাহায্য নিতে হয় অন্যের। সর্বদা তার কাজে এবং তার দেখাশোনায় সহায়তা করে তার একমাত্র ছেলে ডিলান। ডিলানের বয়স এখন ১৬। ডিলান তার মাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসায়, মোটর হুইল চেয়ারে বসিয়ে মাকে বাইরে নিয়ে যায় এবং দিন-রাত তার মায়ের ট্রলিতে খাবার সাজিয়ে দেয়। পাওলি তার এই স্বাস্থ্য বানিয়েছেন প্রচুর পরিমাণে খেয়ে। দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় দশ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটার খানেক মিল্ক শেক। এই হচ্ছে তার সকালের নাশতা। দুপুরের খাবার সম্পর্কে পাওলি কোনো তথ্য প্রকাশ করেননি। কারণ, সেটার তালিকা অনেক লম্বা হবে। লোকে শুনলে হয় তো ভয় পেয়ে যেতে পারে। রাতে তিনি খাবার হিসেবে গ্রহণ করেন আটটি পিৎজা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ