শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ একটি বিশেষ আইন যা নারী এবং শিশুদের অধিকতর সুরক্ষা প্রদান এবং তাদের ওপর সংঘটিত কতিপয় অপরাধ যেমন ধর্ষণ, যৌনহয়রানি, অপহরণ, যৌতুকের জন্য যখম বা মৃত্যু ঘটানো প্রভৃতি অপরাধের বিচারপ্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে করা হয়েছে। অসুন একটু এই আইনের ৯ ধারায় যেখানে ধর্ষণকে অপরাধ গণ্য করে সাজা দেওয়া হয়েছে তা জেনে নিই-
* ধারা – ৯(১): যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তিনি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদন্ডে দন্ডিত হবেন।
এবার উপরের শিশু শব্দটির ওপর মনোনিবেশ করেন। ওখানে শিশু বলা হয়েছে, কন্যা শিশু বা মেয়ে শিশু নয়। শিশু একটি উভয়লিঙ্গবাচক শব্দ। যা ছেলে বা মেয়ে উভয় শিশুকে বোঝায় এমনকি এর বাইরে তৃতীয় লিঙ্গের শিশুদের ও বুঝায়। এ আইনের নামকরণও এই সাক্ষ্য দেয় যে এটি সমগ্র নারী এবং ছেলে বা মেয়ে উভয় শিশুর সুরক্ষা কল্পে করা হয়েছে। সুতরাং ১৬ বছরের কম বয়স্ক কোনো ছেলে শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন নির্যাতন এ ধারানুযায়ী ধর্ষণ বলে গণ্য হবে এবং শিশু বলাৎকারের সাজাও মৃত্যুদন্ড হতে পারে। এরপরও যাদের সন্দেহ থেকে যায় তাদের জন্য উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত তুলে ধরছি-
“ABDUS SALAM VS STATE, 9 BLC, 2014” হাইকোর্ট স্পষ্ট সিদ্ধান্ত দেন ১৬ বছরের নিচে যে কোন ছেলে শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় হবে, দন্ডবিধিতে নয়। এমনকি যদি সেটি ঐ ছেলে শিশুর সম্মতিতে হয় তারপরও।
বিচারপ্রক্রিয়ার সাথে যারা একটু পরিচিত তারা সকলেই জানেন উচ্চ আদালতের সিদ্ধান্ত নিম্ন আদালতের জন্য ঐ একই বিষয়ে অনুসরণ করা বাধ্যতামূলক। এ সিদ্ধান্তটি বাতিল বা স্থগিত হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উচ্চ আদালতের অধস্তন হওয়ায় তারাও এটি অনুসরণ করতে বাধ্য। শিশু বলতে ১৮ বছর জানলেও উপরে ১৬ বছরের কম বয়স বলার কারণ এ আইনটির ৯ (১) ধারার ব্যাখ্যায় ১৬ বছর বয়স উল্লেখ আছে।
সুতরাং, এ থেকে বলা যায় ১৬ বছরের কম বয়স্ক ছেলে শিশুর সম্মতিতেও যদি বলাৎকার বা পায়ুসঙ্গম করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ ধারা অনুযায়ী যার সাজা মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। নিজে সচেতন হোন, অন্যদের মধ্যেও এই বার্তা ছড়িয়ে দেন ‘শিশু বলাৎকার ও ধর্ষণ বলে গণ্য হবে এবং এর সাজা মৃত্যুদন্ডও হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ