শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডার্ক চকলেট(dark chocolate) পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল আর তাই চকলেট নামটি শোনার সাথে সাথেই ছোট বড় সব বয়সী মানুষের চোখ লোভে চকচক করে উঠে। চকলেট যেমন খুব সুস্বাদু একটি খাবারের নাম ঠিক একইভাবে এটি আমাদের ত্বকের যত্নের জন্য ভীষণ কাজের জিনিস। যদিও এই তথ্যটি অনেকেরই অজানা, চকলেটের অ্যান্টিঅক্সিডেন্ট (antioxidants) ও পুষ্টি উপাদান(nutrients) আমাদের ত্বকের যত্নে খুব কার্যকরী।

  • চকলেটে উপস্থিত উপাদান সমূহ ত্বকের জন্য বেশ কার্যকর । এটি ত্বক সুস্থ ও উজ্জ্বল(glowing) রাখে। সেজন্য খেতে পারেন ডার্ক চকোলেট।
  • চকলেটের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস আপনার ত্বককে রেডিকেল ড্যামেজ(radical damage) থেকে রক্ষা করে। ত্বক কোমল ও নমনীয় রাখার জন্য ডার্ক চকোলেটের সাহায্য নিন।
  • চকলেট আপনার ত্বক সূর্যের ক্ষতিকারক রশ্মি(sunburns) থেকে বাঁচায় এবং স্কিন ক্যান্সার(skin cancer) প্রতিরোধ করে।
  • চকলেট কোন রূপচর্চার ঝক্কি ঝামেলা ছাড়াই আপনার ত্বক মসৃণ ও আদ্র রাখে। এটি অত্যন্ত যত্ন সহকারে আপনার ত্বকে পুষ্টি যোগায়।
  • চকলেট ত্বক পরিষ্কারক হিসেবেও খুব উপকারী। এটি আপনার ত্বকের মৃত কোষ(dead skin cells) তুলতে সাহায্য করে ও নতুন কোষগুলোর রক্ষা করে সাথে ত্বকের অবস্থা স্বাভাবিক রাখে।
  • চকলেট শুধু খেলেই উপকৃত হবেন এমনটা নয়, আপনার রূপচর্চার উপাদানের তালিকায় নিশ্চিন্তে এটাকে ঢুকিয়ে দিতে পারেন। ত্বকের জন্য চকলেট ফেসিয়াল বেশ কার্যকরী।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ