শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লাইট অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অব রেডিয়েশন এর সংক্ষিপ্ত শব্দই হলো লেজার ( LASER )। বৈশিষ্ট্যঃ লেজারের উত্তাপ অতি প্রচন্ড। আলোর তরঙ্গকে কোন স্ফটিকের মধ্যে পাঠালে উদ্দীপিত নিঃসরণ ঘটে। এই উদ্দীপিত নিঃসরণ অতি শক্তিশালী ও সুসংগত আলোক রশ্মি। এর সাহায্যে ধাতুকে গলানো যায়। হীরার খন্ডকে ছিদ্র করা যায়। এর সাহায্যে অস্ত্রোপাচারও করা যায়।