Warranty ও Guarantee এর মধ্যে পার্থক্য কি? একটা পণ্যের Warranty ও ঐ একই পণ্যের Guarantee বলতে কি বুঝায়?
Share with your friends

গ্যারান্টি হল : কোন কিছু
নিদিষ্ট সময় শেষ হওয়ার আগে নষ্ট হয়ে গেলে তা, 
আবার নতুন দেওয়া হয়.।

আর ওয়ারেন্টি হল : কোন কিছু নিদিষ্ট সময় শেষ হওয়ার আগে নষ্ট হয়ে গেলে তা,আবার ঠিক করে দেওয়া হয়।

ধন্যবাদ। 

Call
কোন কিছু নষ্ট হয়ে গেলে তা ঠিক করে দেওয়া হলো Warrenty আর যদি সম্পূর্ণ নতুন আরেকটা দেওয়া হয় সেটা হলো Garrenty
Call


ওয়ারেন্টি হচ্ছে ' সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী যদি তা মার্কেটে থেকে থাকে  মেরামত

করে দেবার লিখিত কৃতত্ব।'

আর গ্যারান্টি হচ্ছে  সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী 

যদি মার্কেটে থেকে থাকে  বদলে দেবার লিখিত কৃতত্ব।'


আর এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে  একটা মেরামত করে  দেওয়া 

আর অন্যটা বদলে দেওয়া।