আমি HIV টেস্ট করি তার পড় নেগেটিভ আসে। টেস্ট টা করানো হইছে ঘটনা ঘটার ৬ বছর পড়

আমি শুনছি যে সেক্স করার তিন মাস পর রক্ত পরক্ষা করলে HIV থাকলে দরা পরে। কিন্তু আমি ৬ বছর পড় টেস্ট করি সেখানে নেগেটিভ আসে। এখন আমি নিশ্চিত থাকতে পারি যে আমার HIV ভাইরাস নেই।

Share with your friends
AKR

Call

হ্যা,নিশ্চিত থাকতে পারেন।আপনি এইচআইভিতে আক্রান্ত নন।HIV পজেটিভ মানে HIV ভাইরাস আছে,HIV আর নেগেটিভ মানে HIV ভাইরাস মুক্ত।

Porimolray

Call

আপনি সম্ভবত প্রশ্নটি আগেও অনেকবার করেছেন। যাহোক *যদি আপনার শরীর কোন কারনে ভাইরাসটি প্রবেশ করে তবে এটা কয়েক বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। *তবে আপনি যেহেতু অনেক বছর পর টেষ্ট করেও ফলাফল নেগেটিভ পেয়েছেন তাই চিন্তার কোন কারন নেই *নেগেটিভ রেজাল্ট এসেছে মানে আপনি নিরাপদে আছেন *আর অনিরাপদ সম্পর্ক ত্যাগ করবেন।