Limon

Call

চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে কিনে কাশির ওষুধ সেবন করা মোটেই উচিত নয়। কাশির সঠিক কারণ জেনে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। যেমন: হাঁপানির কারণে কাশি হলে এ-জাতীয় কফ সিরাপ বরং উল্টো কাশি বাড়িয়ে দিতে পারে। অনেক সময় এ ধরনের সিরাপ সেবনে একরকম নির্ভরতা তৈরি হয়, যা ক্ষতিকর। মোটকথা, কাশি সংক্রমণ, হাঁপানি, অ্যালার্জি এমনকি হূদ্যন্ত্র বা অন্যান্য রোগের একটি লক্ষণ হতে পারে। না জেনে ওষুধ খাওয়া তাই ঠিক নয়। ডা. আবু নাঈম, মেডিসিন বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। সূত্রঃ প্রথম আলো