শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

প্রতিভূ শব্দের বাংলা অর্থ প্রতিভূ [ pratibhū ] বি. ১. প্রতিনিধি (‘বৌদ্ধ সংস্কৃতি প্রাচ্য সভ্যতার প্রতিভূ’: রবীন্দ্র); ২. জামিন।;[সং. প্রতি + √ ভূ + ক্বিপ্]।;[প্রোতিভু] (বিশেষ্য) ১ জামিন (কিন্তু তাঁহার যে সকল কর্মকারক কলিকাতায় কয়েদ ছিল হে সাহেবকে তাহাদের প্রতিভূস্বরূপ আটক করিয়া রাখিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রতিনিধি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভূ+ক্বিপ্‌};