শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

দাওয়াই শব্দের বাংলা অর্থ [দাওয়া, দাওয়াই, দাবাই] (বিশেষ্য) ১ ঔষধ। ২ প্রতিকার; প্রতিবিধান (আমার রোগের এলাজ কর, পিইয়ে দাওয়াই লাল সুরা-কাজী নজরুল ইসলাম; হাকিম আনাও…..দাবাই পেলাক-অবনীন্দ্রনাথ ঠাকুর; মরণ ছাড়া নাই দুনিয়ার এই দুনিয়ায় এই রোগের দাওয়াই-রওশন ইজদানী)। দাওয়া করা (ক্রিয়া) ১ চিকিৎসা করা বা করানো। ২ প্রতিকার করা; প্রতিবিধান করা। দাওয়াখানা (বিশেষ্য) ঔষধালয়; ডাক্তারখানা। {(আরবি)দারা};