শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

উঠা শব্দের বাংলা অর্থ [উঠা, ওটা] (ক্রিয়া) ১ উত্থিত হওয়া বা করা; গাত্রোত্থান করা। ২ আসন ছেড়ে দাঁড়ানো। ৩ শয্যাত্যাগ করা; জাগা (ভোরে ওঠা)। ৪ অঙ্কুরিত হওয়া; গজানো (দাঁত ওঠা)। ৫ উদিত হওয়া; প্রকাশ পাওয়া (সূর্য ওঠা) ৬ আরোহণ করা; চড়া (ঘোড়ায় ওঠা) ৭ স্খলিত হওয়া; ঝরে যাওয়া (চুল ওঠা)। ৮ উদ্‌গীর্ণ হওয়া (মাটি ফুঁড়ে জল ওঠা)। ৯ বাড়া; বৃদ্ধি হওয়া (দাম ওঠা) ১০ প্রমোশন পাওয়া (ক্লাসে ওঠা) ১১ সংগৃহীত হওয়া (চাঁদা ওঠা)। ১২ প্রবেশ করা (কানে ওঠা)। ১৩ আমদানি হওয়া (বাজারে ওঠা)। ১৪ প্রচলিত হওয়া (নতুন ফ্যাশন ওঠা)। ১৫ উন্নীত হওয়া (জাতে ওঠা)। ১৬ লুপ্ত হওয়া (পাট ওঠা)। ১৭ নষ্ট হওয়া; জ্বলে যাওয়া (রং ওঠা)। ১৮ উল্লিখিত হওয়া (খাতায় নাম ওঠা)। ১৯ আবাদ হওয়া (জমি ওঠা)। ২০ বন্ধ হওয়া (খাওয়া ওঠা)। ২১ হঠাৎ বা আকস্মিকতা বোঝানো (ওঠ ছুঁড়ি তোর বিয়ে)। ২২ বিনা প্রস্তুতিতে কাজ করা (ওঠ বললেই কি ওঠা যায়? সব কিছুরই সময় আছে)। ২৩ আলস্য ত্যাগ করা (ওঠরে চাষী জগদ্বাসী ধর কষে লাঙল-কাজী নজরুল ইসলাম)। উঠানামা (বিশেষ্য) ১ আরোহণ-অবরোহণ। ২ উত্থানপতন। উঠা পড়া (বিশেষ্য) উত্থানপতন; উন্নতি-অবনতি। উঠি-কি-পড়ি (ক্রিয়াবিশেষণ) ব্যস্তসমস্ত; ত্রস্তব্যস্ত (ভদ্রলোক উঠি-কি-পড়ি করে ছুটতে লাগলেন)। উঠে পড়ি লাগা (ক্রিয়া) পূর্ণোদ্যমে কাজে লাগা। উঠে যাওয়া (ক্রিয়া) ১ লুপ্ত হওয়া (দোকান উঠে গিয়েছে)। ২ অন্যত্র চলে যাওয়া। ৩ রহিত হওয়া (সেল্‌স ট্যাক্স উঠে গেছে)। উঠতে-বসতে (ক্রিয়াবিশেষণ) যখন-তখন; সদা-সর্বদা্ {(বাংলা) উঠ্‌ (<(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা) +আ>}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ