শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অখণ্ড শব্দের বাংলা অর্থ অখণ্ড–বিণ. ১. খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); ২. অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); ৩. ঘন (অখণ্ড ‘পীযূষধারা’: বা. ঘো.); ৪. পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]।[অখন্ডো] (বিশেষণ) ১ সমগ্র; অভগ্ন; আস্ত (পরস্পর অখণ্ড সম্মিলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অক্ষু্ণ্ন ((অখণ্ড প্রতাপ)। ৩ পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। ৪ অক্ষত; নিখুঁত। অখণ্ডতা (বিশেষ্য)। অখণ্ডনীয়, অখণ্ড (বিশেষণ) ১ অকাট্য; অপরিবর্তনীয় (অখণ্ডনীয় যুক্তি)। ২ অবিভাজ্য। অখণ্ডনীয়তা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খণ্ড; (নঞ্ তৎপুরুষ সমাস)}