শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

আঁকু-পাঁকু শব্দের বাংলা অর্থ আঁকু-বাঁকু, [আঁকুবাঁকু, আঁকুপাঁকু] (বিশেষ্য) ১ অতিশয় ব্যগ্রতা বা ব্যস্ততা প্রকাশ (প্রাণ করে আঁকু-বাঁকু কোথায় গেলে পাই তামাকু-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্বেগ ভয় বা ব্যাকুলতা (সকলেই আঁকু-পাঁকু ও ত্রাহি ত্রাহি করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ বাহ্য আড়ম্বর বা উদ্যোগ (বাঞ্ছারামের পোহাবার, বক্রেশ্বরের কেবল আুঁকপাঁকু সার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।  (বিশেষণ) ব্যগ্র; ব্যস্ত; ব্যাকুল; উদ্বিগ্ন। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কবঙ্ক>}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ