শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

আওয়াম শব্দের বাংলা অর্থ আম, আম১ [ āma ] বি. অস্ত্রের নির্যাস, mucus, আমাশয়।;[সং. √অমি + অ]। আম২ [ āma ] বি. সাধারণ।;বিণ. সর্বসাধারণের (আমজনতা, ) আমদরবার)।;[আ. আম]।;আমজনতা–বি. সাধারণ মানুষ।;আমদরবার–সাধারণ মানুষকে নিয়ে যে দরবার বা সভা। আম৩ [ āma ] বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango.;[সং. আম্র]।;আমের আচার–বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ।;বর্ণচোরা আম–বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী।;পাকা আম দাঁড়কাকে খায়–(উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। আম৪ [ āma৪. ] বিণ. অপক্ক, কাঁচা (আম মাংস); অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)।;[সং. √অম্ + অ]।;আমআদা [ āma-ādā ] বি. আমের গন্ধযুক্ত আদাবিশেষ।;[বাং. আম৩. + আদা]।;

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ