শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

আঈন শব্দের বাংলা অর্থ আইন, আইন [ āina ] বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য।[আ. আঈন, ফা. আইন]।আইন অমান্য–বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience.আইনকানুন–বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি।আইনজীবী (-বিন্)–বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন।আইনজ্ঞ–বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ।আইনব্যবসায়ী (-য়িন্)–বি. আইনজীবী।আইনত, (বর্জি.) আইনতঃ (-তস)–ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে।আইনমাফিক, আইনমোতাবেক–বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে।আইনসম্মত, আইনসংগত–বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য।আইনানুগ–বিণ. আইনসম্মত; আইন অনুসারী।আইন পাশ করা–ক্রি. বি. ১. ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); ২. আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা।পাঁচ আইন–বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন।[আইন্‌] (বিশেষ্য) ১ নিয়ম; বিধান; কানুন। ২ রাষ্ট্রীয় বিধি; রাজবিধি; সরকারি বিধান। ৩ ওকালতি বিদ্যা (ইইন পড়িতেছ ডাক্তারির তুমি কি বোঝ-রবীন্দ্রনাথ ঠাকুর)। আইন-উজির, আইন-মন্ত্রী, আইন-সচিব (বিশেষ্য) আইন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী। আইন-কানুন (বিশেষ্য) বিধি-ব্যবস্থা। আইনকার (বিশেষ্য) আইন প্রণয়নকারী (চলতে না হয় পারেইনি ও, আইনকারের বেবাক আঁখি ঠেরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। আইনজীবী (-বিন্‌) (বিশেষ্য) উকিল মোক্তার ব্যারিস্টার প্রমুখ ব্যবহারাজীব। আইনজ্ঞ (বিশেষ্য) আইন শাস্ত্রবিদ। আইনত (ক্রিয়াবিশেষণ) আইন অনুযায়ী। আইন পাস করা (ক্রিয়া) ১ আইন অনুমোদন বা প্রবর্তন করা। ২ ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আইন-পেশা (বিশেষ্য) ওকালতি মোক্তারি প্রভৃতি পেশা (আইন পেশার পেশকারিতে মনটা গেল ঘেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। আইনবাজ (বিশেষ্য) আইন শাস্ত্রে অভিজ্ঞ; আইনজ্ঞ (যত দেশের যত আইনবাজ এসেছেন-মনোজ বসু)। আইন ব্যবসায় (বিশেষ্য) ওকালতি, ব্যারিস্টারি প্রভৃতি আইন বিষয়ক পেশা। আইন ব্যবসায়ী (-য়িন্‌) (বিশেষণ) (বিশেষ্য) আইনজীবী; ব্যবহারাজীব। আইন মাফিক, আইন মোতাবেক (বিশেষণ) আইন অনুযায়ী; আইনানুগ। □ (ক্রিয়াবিশেষণ) আইন মতে, আইন অনুসারে (আইন মোতাবেক চললে মোকর্দমা একরূপ দাঁড়ায়-দীনবন্ধু মিত্র)। আইনশাস্ত্র, আইনবিদ্যা (বিশেষ্য) আইন সম্পর্কীয় শাস্ত্র বা বিদ্যা। {(ফারসি) আ’ঈন}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ