Call
আশপাশের সমাজ, সংস্কৃতির নিয়মতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষাকে বলা হয় সামাজিক অনুসন্ধান ও গবেষণা। এর ধাপগুলো হলো- ১. অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা; ২. অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা; ৩. প্রশ্নের ভেতরের মূল বিষয়গুলো নির্ধারণ করা; ৪. তথ্যের উৎস নির্বাচন করা; ৫. তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি করা; ৬. তথ্য সংগ্রহ করা; ৭. তথ্য বিন্যাস ও বিশ্লেষণ করা এবং ৮. সিদ্ধান্ত গ্রহণ করা।