Share with your friends
Call
কপিরাইটের সুবিধা বর্তমান যুগে কপিরাইটের অধিকারী লেখক, শিল্পীদের নানাবিধ সুবিধা ভোগ করার অধিকার দেয়। যেমন— ১. লেখক নির্বিঘ্নে নতুন জ্ঞানের সন্ধান করেন। তার লেখা আইন দ্বারা সুরক্ষিত হওয়ার কারণে তিনি আরো নতুন সৃষ্টির জন্য পরিশ্রম করেন। ২. লেখক শিল্পীগণ তাদের কাজের জন্য সম্মানী পান, যা তাদের কাজের প্রেরণা যোগায়। ৩. লেখক, শিল্পগোষ্ঠী তাদের সৃষ্টিকর্মের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হন। ৪. কপিরাইট আইন লেখক, শিল্পীদের স্বার্থ এবং মর্যাদা রক্ষা করে। ৫. কারও সৃষ্টিকর্ম অবৈধভাবে কেউ পরিবর্তন, পুনর্মুদ্রণ বা নিজ নামে ছাপাতে না পারে আইনের দ্বারা সে নিশ্চয়তা প্রদান করা হয়। ৬. সমাজের উন্নতি সাধিত হয়। সৃজনশীল কাজের বিকাশ ঘটে।