Call
বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক কারণই মুখ্য ছিল বলে অধিকাংশ ঐতিহাসিক বিশেষ করে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ মনে করেন। বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের চিরাচরিত ভাগ কর ও শাসন কর (Divide and rule Policy) নীতির বহিঃপ্রকাশ। ফলে কলকাতাকেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে নস্যাৎ করার মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যেই লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করেন।