Call

খুবই সুন্দর একটি বিষয়। জীবনে প্রয়োজনে যখন কোনো কিছুর আবিষ্কার হয় এবং তা জীবনের দৈনন্দিন প্রয়োজোনে কিংবা মানব জাতির প্রয়োজনে ব্যবহৃত হয় তাকে প্রযুক্তি বলে। কিন্তু সেই প্রযুক্তি আবিষ্কারের জন্য যেই জ্ঞানের প্রয়োজন তাকেই বিজ্ঞান বলে। 


আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে পারবো। এক্স-রে রশ্মির আবিষ্কার বিজ্ঞানের অবদান কিন্তু যেই এক্স-রে রশ্মি কে কাজে লাগিয়ে মানুষের হাড়ের অবস্থান জানার মেশিন বানানো প্রযুক্তির অবদান। প্রযুক্তি হল বিজ্ঞানের ব্যবহার দৈনন্দিন জীবনে। জিনের আবিষ্কার, জিনের প্রতিলিপন আবিষ্কার বিজ্ঞানের ফলাফল কিন্তু জীনের প্রতিলিপন ব্যবহার করে ওষুধ তৈরি করা জীন প্রযুক্তি৷ 


বিজ্ঞানের উদ্দ্যেশ্য হল জ্ঞান আরোহণ করা নতুন কিছুর আবিষ্কার করা। আর প্রযুক্তি সেই আরোহিত জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করবে যা মানুষের কাজে লাগবে। জ্ঞান এই পৃথিবীতে আগে থেকেই আছে যা মানুষ জানতে সময় নেয়। আবিষ্কার করতে সময় নেই কিন্তু প্রযুক্তি মানব সৃষ্ট।