শেয়ার করুন বন্ধুর সাথে

ফাঁদা, ফান্দা, ফেন্দ (মধ্যযুগী য় বাংলা) মানে

[ফাঁদা,ফান্‌দা,ফেন্‌দ](ক্রিয়া) ১ আরম্ভ করা; শুরু করা; সূচনা করা; পত্তন করা (ব্যক্তিগতভাবে ব্যবসায় ফাঁদিয় বসে-ওয়ালি)। ২ (বুদ্ধি) আঁটা; কৌশলজাল পাতা (মামলার ফাঁদ ফাঁদলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লম্ফ প্রদান করা; লাফানো (পার হল ত্বরিত কুরগ চলে ফেন্দে-ঘনরাম চক্রবর্তী)। ৪ স্থির করা (মতলব ফাঁদা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্পন্দন>ফাঁদন>ফাঁদ+আ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ