শেয়ার করুন বন্ধুর সাথে

ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া মানে

[ধোঁয়া, ধুঁয়া, ধোঁওয়া](বিশেষ্য) ধূম (কেবল ধোঁওয়া এবং আওয়াজই সার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধোঁয়াটে (বিশেষণ) ১ ধোঁয়ার মতো অস্পষ্ট। ২ ধোঁয়ার গন্ধযুক্ত; ধোঁয়ার ভাব (দুধের ধোঁয়াটে গন্ধ)। ৩ ধূম্রাচ্ছন্ন। ধোঁয়ালি পাঁজালি (বিশেষ্য) যে ঘরের গাদায় চাষিরা আগুন জ্বালিয়ে রাখে। ধোঁয়াশা (বিশেষ্য) ধোঁয়া ও কুয়াশা। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া (বিশেষ্য) ধূমপান দিয়ে চিন্তাশক্তি বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) ধূম>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ