শেয়ার করুন বন্ধুর সাথে

নঠ (মধ্যযুগীয় বাংলা) মানে

[নঠো] (বিশেষণ) নষ্ট; বিকৃত (ঘৃত দুধ দধি নঠ না কর-বড়ু চণ্ডীদাস)। নঠশীল (বিশেষণ) দুষ্ট প্রকৃতি (নঠশীল মারে কীল লাগে খিল দাঁতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। নঠী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধৃষ্টা; প্রগল্‌ভা। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) নট্‌ঠ>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ