শেয়ার করুন বন্ধুর সাথে

নটক (মধ্যযুগীয় বাংলা) মানে

[নটক] (বিশেষ্য) ১ দোষত্রুটি (রাজা বড় খরতর নাহি গুণকথা; লগু নটক পাইলে কাটে তার মাথা-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ ধৃষ্ট; ছলনা-কুশল (সুনহ নটক কাহ্ন কেহ্নে কর অপমান-বড়ু চণ্ডীদাস)। ২ দুষ্ট; নষ্ট (তবেহ নিলাজ দূতী নটক কুজনি ময়নার বিদিতে কহে চৈত্র ঋতু পুনি-কাজী দৌলত)। ৩ নর্তক (নৃত্য দেখিবারে দিলা নটক সুন্দর –দৌবা)। নটকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দুষ্টা; ধৃষ্টা। ২ কুচেষ্টাবতী। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) ণট্‌ঠ> (বাংলা) নট+ক};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ