শেয়ার করুন বন্ধুর সাথে

নঙ্গর, নোঙ্গর, নোঙর মানে

[নোঙ্‌গর্‌, নোঙ্গর, নোঙর্‌] (বিশেষ্য) শিকল বা কাচির সাথে বাঁধা লাঙলের আকৃতির লোহার ভারী অঙ্কুশবিশেষ, যা পানির নীচে ফেলে নৌকা জাহাজ প্রভৃতি বাঁধা হয়। নঙ্গর করা, নঙ্গর ফেলা (ক্রিয়া) নঙ্গর ফেলে নৌকা জাহাজ প্রভৃতি বাঁধা বা পোতাদির গতিরোধ করা। নঙ্গর তোলা (ক্রিয়া) নঙ্গরি উঠিয়ে নৌকা বা জাহাজ ছাড়া বা চালু। করা। {(ফারসি) লঙ্গর};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ