শেয়ার করুন বন্ধুর সাথে

নগ্ন মানে

নগ্ন [ nagna ] বিণ. ১. উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); ২. আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); ৩. খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)।;[সং. √ নজ্ + ত]।;বি. নগ্নতা (‘নির্মল নগ্নতাখানি বর্মসম পরি’: সু. দ.)।;বিণ. (স্ত্রী.) নগ্না।;নগ্নক বিণ. উলঙ্গ।;☐ বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ।;নগ্নিকা [ nagnikā ] বিণ. (স্ত্রী.) ১. বিবস্ত্রা, নগ্না; ২. অপ্রাপ্তবয়স্কা।;☐ বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা।;[সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]।;নগ্নীকরণ [ nagnīkaraṇa ] বি. ১. উলঙ্গ করা; ২. আবরণ উন্মোচন।;[নগ্‌নো] (বিশেষণ) ১ উলঙ্গ; নেংটা; বিবস্ত্র; দিগম্বর (নগ্ন দেহ)।২. অনাবৃত (নগ্ন মস্তক)। ৩ অকৃত্রিম; খাঁটি (নগ্ন সৌন্দর্য)। ৪ স্পষ্ট; খোলাখুলি (নগ্ন সত্য)। নগ্না (স্ত্রীলিঙ্গ)। নগ্নক (বিশেষণ) নাঙ্গা; বিবস্ত্র। □ (বিশেষ্য) ক্ষপণক; বৌদ্ধ সন্ন্যাসী। নগ্নক্ষপণক (বিশেষ্য) উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসী; কালোপাসক সন্ন্যাসীবিশেষ (এ বিষয়ে ব্রাহ্মণ ও শ্রমন নগ্নক্ষপণক ও নাগরিক সকলেরই একমত-প্রথম চৌধুরী)। নগ্নকান্তি (বিশেষ্য) অকৃত্রিম সৌন্দর্য। নগ্নতা, নগ্নত্ব (বিশেষ্য) ১ উলঙ্গতা; আবরণহীনতা। ২ অবাধত্ব। নগ্নবীজ বিন খোসাছাড়া বীজ বা সেইরূপ বীজযুক্ত। নগ্নাট (বিশেষণ) দিগম্বর। নগ্নিকা (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) বিবস্ত্রা; বিবসনা (উজ্জ্বল আলোর নীচে নগ্নিকার দেহের দোলায়-আহসান হাবীব)। ২ অপ্রাপ্তবয়স্কা নারী। নগ্নীকরণ (বিশেষ্য) অনাবৃতকরণ; উলঙ্গকরণ; প্রকাশকরণ; উন্মোচন। {(তৎসম বা সংস্কৃত) √নজ্‌+ত(ক্ত)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ