শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

সমযোজী বন্ধন সৃষ্টির ক্ষেত্রে ২টি পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের মুখোমুখি অধিক্রমণ হলে সিগমা বন্ধন গঠিত হয়। বিশুদ্ধ S, P ও সংকর অরবিটাল সিগমা বন্ড গঠন প্রক্রিয়ায় অংশ নেয়। এটি S-S, P-P বা S-P অরবিটালসমূহের সামনাসামনি অধিক্রমণে তৈরি হতে  পারে।