বৈদ্যুতিক বাতির টাংস্টেন তারের ফিলামেন্ট সরু এবং লম্বা হওয়ায় এর রোধ খুব বেশি। তড়িৎপ্রবাহের ফলে এতে প্রচুর তাপ সৃষ্টি হয়।কিন্তু হিটারে অপেক্ষাকৃত মোটা নাইক্রোম তার ব্যবহার করা হয়।