শেয়ার করুন বন্ধুর সাথে

ঈদের নামাজ আদায় পদ্ধতি ১। প্রথমত, স্বাভাবিক নামাজের মতোই তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন। তারপর ছানা পাঠ করবেন। ২। তারপর অতিরিক্ত তিনটি তাকবির বলবেন। প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন। ৩। তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা মেলাবেন। ৪। তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। ৫। দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতি তাকবিরের সঙ্গে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন। তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন। ৬। তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন। ৭। নামাজ শেষে ইমাম মিম্বারে উঠবেন। দুটি খুতবা দেবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগসহকারে শুনতে হবে। কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না। ৮। খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল ফিতরের দু’রাকাত ওয়াজিব নামাজ ১২ তাকবিরের সঙ্গে আদায় করছি- এরূপ নিয়ত মনে কনে করে ‘আল্লাহু আকবার’ বলে হাত তুলে তাহরিমা বাঁধবে।  এরপর আল্লাহু আকবার বলে দুই হাত কান পর্যন্ত তুলে  আবার বুকের উপর হাত বাধতে হবে৷ এভাবে সাত বার করতে হবে৷  তারপর সানা (সুবহানাকাল্লাহুম্মা...) পুরোটা পড়তে হবে। তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরায়ে ফাতেহার পরে অন্য একটা সূরা মেলাতে হবে।  এরপর রুকু, সিজদা করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। (সাধারণ নামাজের মত)  তারপর ‘আল্লাহু আকবার’ বলার মাধ্যমে দুই হাত কান পর্যন্ত তুলে  আবার বুকের উপর হাত বাধতে হবে৷ এভাবে পাঁচ বার করতে হবে৷  তারপর সূরায়ে ফাতেহার পরে অন্য একটা সূরা মেলাতে হবে সাধারণ নামাজের মত করে৷  এরপর ‘আল্লাহু আকবার’ বলে রুকুতে চলে যেতে হবে। এরপর সেজদা এবং আখেরি বৈঠক করে যথারীতি সালাম ফিরায়ে নামাজ শেষ করতে হবে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ