শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো বিন্দু থেকে নির্গত আলোরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তবে ২য় বিন্দুকে ১ম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই প্রকার। যথা- ১. সদ বিম্ব এবং ২. অসদ বিম্ব।