শেয়ার করুন বন্ধুর সাথে

ইকুয়েশন যুক্ত করার জন্য নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন: প্রয়োজনীয় স্থানে কার্সর স্থাপন করুন। অতপর Insert ট্যাবের Symbol প্যানেল কিংবা গ্রুপের Equation এর ডানের ড্রপ-ডাউন এ্যারো ক্লিক করুন। ডকুমেন্টে এবারে প্রদর্শিত মেন্যু হতে প্রয়োজনীয় ইকুয়েশনের টেমপ্লেট হতে প্রয়োজনীয় টেমপ্লেট ক্লিক করুন। এবং প্রয়োজনীয় এডিট করুন। আর যদি নিজের মতো করে ইকুয়েশন লিখতে চান তবে Insert New Equation ক্লিক করুন। এবারে প্রদর্শিত ইকুয়েশনের টুলবার হতে প্রয়োজনীয় ইকুয়েশন সম্পাদন করুন। অবশেষে ইকুয়েশন বাউন্ডারীর বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করুন। হাত দ্বারা ইকুয়েশন লিখা (Write Equation by Hand) ডকুমেন্টে হাত দ্বারা ইকুয়েশন যুক্ত করতে নিম্নের পদক্ষেপ গ্রহণ করুন: যেখানে ইকুয়েশন যুক্ত করতে চান সেখানে কার্সর স্থাপন করুন। অতপর Insert ট্যাবের Symbol প্যানেল কিংবা গ্রুপের Equation এর ডানের ড্রপ-ডাউন এ্যারো ক্লিক করুন। এবারে প্রদর্শিত মেন্যু হতে Insert New Equation ক্লিক করুন। অতপর Equation Tools Design ট্যাবের Tools প্যানেল কিংবা গ্রুপের Ink Equation ক্লিক করুন। অতপর প্রদর্শিত ডায়ালগ বক্সে মাউস দ্বারা প্রয়োজনীয় ইকুয়েশন লিখুন এবং Insert বাটন ক্লিক করুন। এবারে লক্ষ্য করুন, হাত দ্বারা লেখা ইকুয়েশনটি কার্সর অবস্থিত স্থানে প্রদর্শিত হচ্ছে। ইকুয়েশন শুদ্ধ করা (Edit Equation) ডকুমেন্টে Equation যুক্ত করার পর তা শুদ্ধ করা প্রয়োজন হতে পারে। ইকুয়েশন শুদ্ধ করার জন্য ইকুয়েশেনের মাঝে যে কোন জায়গায় মাউস দ্বারা ক্লিক করুন। ফলে কার্সর ইকুয়েশনের ভেতর প্রদর্শিত হবে। এবার প্রয়োজনীয় ইকুয়েশন শুদ্ধ করে বাউন্ডিং বক্সের বাইরে ক্লিক করুন। ইকুয়েশন মুছে ফেলা (Delete Equation) ডকুমেন্টে Equation যুক্ত করার পর তা মোছার প্রয়োজন হতে পারে। ইকুয়েশন সিলেক্ট করার জন্য ইকুয়েশেনের বায়ে অবস্থিত আইকনে মাউস দ্বারা ক্লিক করুন। এবারে কীবোর্ডের Delete কী চাপুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ