Share with your friends

যে Verb দ্বারা কোন Sentence এর সমাপ্তি ঘটে বা Sentence এর বক্তব্যকে শেষ করে এবং যে Verb টি Number, Person এবং Tense অনুযায়ী পরিবর্তীত হয় তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। এক কথায়, যে Verb বাক্যে থাকা আবশ্যক তাকে Finite Verb বলে।

যে Verb দ্বারা Sentence এর বক্তব্য শেষ হয় তাকে Finite Verb বলে । যেমন : 1.Rina went to School. 2.Mohima reads a book. 3.They are playing football. 4.Razia cooked rice. এখানে went, reads, playing, cooked এগুলো Finite Verb এগুলো Sentence এর বক্তব্য শেষ করেছে ।