শেয়ার করুন বন্ধুর সাথে

ইন্টারনেট হলো– বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটারের নেটওয়ার্ক ( Inter-nation Computer Network Service). ব্যাক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সমস্ত কিছু কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে অতি দ্রুতার সাথে যোগাযোগ স্থাপন ও তথ্য আদান-প্রদান করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে আমরা নানারকম সুযোগ-সুবিধা পাই ।যেমনঃ ১. নিউজ গ্রুপ একটি ” তথ্য” বা “সংবাদ” প্রদানকারী সংস্থা। এর মাধ্যমে দেশ ও বিদেশের প্রতিদিনের খবর ঘরে বসেই অনায়াসেই জানা যায়। ২. লেখাপড়া এবং গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় যথার্থ বই। বিশেষ করে গবেষণাধর্মী বইয়ের ক্ষেত্রে অনেককে বিদেশ থেকে বই কোন না কোন মাধমে আনতে হয় বা বিদেশ যেতে হয়। ইন্টারনেট প্রযুক্তির ফলে , কম্পিউটারের Key Board – এ চাপ দিয়ে বিশ্বের যে কোনো লাইব্রেরির বই পড়া যায় বা রেফেরেঞ্চে জানা যায়। এছাড়া আরও রয়েছে অনেক কিছু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ