শেয়ার করুন বন্ধুর সাথে

আরবে আরিবা ক্রমান্বয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। হযরত ইব্রাহিম (আ), হাজেরা (আ) ও ইসমাইল (আ) কে নিয়ে মক্কা নগরীতে আগমনের পূর্বে এরাই আরবের বিভিন্ন প্রদেশের অধিবাসী ছিল। অতঃপর বিবি হাজেরা (আ) ও ইসমাইল (আ) মক্কায় বসবাস আরম্ভ করেন। ইত্যবসরে জমজম কূপের সৃষ্টি এবং ইব্রাহিম ও ইসমাইল (আ) এর নিরলস প্রচেষ্টায় পবিত্র কাবা গৃহ পুনঃনির্মাণের মাধ্যমে নতুন নতুন বসতি স্থাপন হতে থাকে। অন্যদিকে হযরত ইসমাইল (আ) এর সন্তানসন্ততিদেরও বংশবৃদ্ধি হতে থাকে। এসময় আরবের আদিম অধিবাসীরা নবাগত এসব লোককে আরবে মুস্তারিবা নামে অভিহিত করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ