Share with your friends

সিপ্যানেলের Public_html ফোল্ডারে সাইটের স্ক্রিপ্ট আপলোড দিতে হবে৷ এরপর zip ফোল্ডারটি unzip করতে হবে৷ আনজিপ করার পর ফোল্ডারটি ওপেন করে সব ফাইল public_html ফোল্ডারে move করতে হবে৷ আর unzip করা ফাকা ফোল্ডারটি ডিলিট করতে হবে৷  এরপর qa-confiq ফাইলে  user name  database name  user password  সেট করে দিতে হবে৷  তারপর যে সাইট বা ডোমেন চালু করতে চান তার অ্যাড্রেস  ব্রাউজারে লিখে প্রবেশ করতে হবে৷ তারপর যে অপশন গুলো আসবে সেগুলো নির্দেশ মত পূরন করে সাবমিট দিলে সাইট চালু হয়ে যাবে৷  ইউটিউবে খুজে দেখুন এরকম অনেক ভিডিও পাবেন৷ সেখানে দেখে আরো পরিস্কার বুঝতে পারবেন৷ 

Talk Doctor Online in Bissoy App