শেয়ার করুন বন্ধুর সাথে

দুবাইতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংয়ের নাম বুর্জ খলিফা।এটি ১৬০তলাবিশিষ্ট।বুর্জ খলিফার উচ্চতা ২৭১৭ ফুট বা ৮১৮ মিটার,যা প্রায় আধা মাইল দীর্ঘ।ভবনটি দেখতে রকেটের মতো।মজার আরেকটি বিষয় হলো ভবনটির নিচতলা থেকে সর্বোচ্চ তলার মধ্যে ১০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য রয়েছে।ভূমি থেকে ভবনটি এতো উচু যে ভবনের উপরতলার লোকজন সূর্যাস্তের পরও দুই মিনিট সূর্যটাকে দেখতে পায়। তাই মুসল্লিরা রমজান মাসে যখন ইফতার করে তার ২মিনিট পর উপরতলার মানুষজন ইফতার করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ