শেয়ার করুন বন্ধুর সাথে

মশা কি খাদ্য শৃঙ্খলে কোন অবদান রাখে না? অবশ্যই, কিছু পাখি, বাদুড় এবং ব্যাঙগুলি প্রচুর পরিমাণে মশা খায় তবে মশাখেকো প্রাণীগুলো এখনও অন্য প্রাণীর খাবার হিসেবে উল্লেখযোগ্য অংশ নয় আবার এই প্রাণীগুলি মশা ছাড়াই বেঁচে থাকতে পারবে। যদিও মশা গাছগুলিকে পরাগায়িত করে, কিন্তু গাছের প্রজাতিগুলিকে বাঁচিয়ে রাখার পক্ষে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু তবুও, মশার হাত থেকে মুক্তি পাওয়াটা কী সঠিক কাজ হবে? সর্বোপরি, আমরা একটি সম্পূর্ণ প্রজাতি থেকে মুক্তি পাব। আমাদের মনে রাখা উচিত যে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মশা রয়েছে কিন্তু তাদের মধ্যে মাত্র ৬% আমাদের কামড় দেয় এবং রোগ ছড়ায়। কেবল তা-ই নয়, এমন কিছু তত্ত্ব মতে মশা আমাজন রেইন ফরেস্টকে রক্ষা করতে সহায়তা করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ