অ্যান্টিভাইরাস (Antivirus) বলতে সাধারণভাবে কম্পিউটারের  ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা তথা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম নিচে দেয়া হল: রিভ অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকাফি, নরটন, পিসিকিলিন, এভিজি, অ্যাভাস্ট৷