শেয়ার করুন বন্ধুর সাথে

আজকাল বাজারে বেশ কিছু তেল বা লোশন পাওয়া যায়, যেগুলি ব্যবহার করলে দ্রুত দাড়ি-গোঁফ গজায়। কিন্তু সেগুলির দাম অনেক বেশি। তাছাড়া পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই কয়েকটি ঘরোয়া উপায় আছে যেগুলি দ্রুত দাড়ি-গোঁফ গজাতে সাহায্য করে৷ যেমন - ১) অনেকেরই এটা ধারণা যে, বার বার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয়। কিন্তু এ ধারণার তেমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। দাড়ি বাড়াতে চাইলে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পর পর দাড়ি ছাঁটুন। ২) পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে, দাড়ির গোড়ায় লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়তে সাহায্য করে। ৩) ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে। বাড়বে দাড়ির ঘনত্বও। ৪) মুখের ত্বক পরিষ্কার রাখুন। দিনে অন্তত ২-৩ বার করে উষ্ণ জলে মুখ ভাল করে ধুয়ে ফেলুন। এর ফলে নতুন দাড়ি গজাতে সুবিধে হবে। ৫) কোঁকড়ানো দাড়ি বিক্ষিপ্ত ভাবে থাকলে, সেগুলি কেটে ফেলুন। এগুলি দাড়ির সামগ্রিক বৃদ্ধিতে সমস্যা তৈরি করে। ৬) ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত বাড়তে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে। তাই চিকিৎসকের সাথে পরামর্শ করে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বা ট্যাবলেট খেতে পারেন। ৭) দিনে অন্তত ২ বার ১০ মিনিট করে মুখে হালকা ভাবে মালিশ করুন। এর ফলে মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে যা দাড়ি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। ৮) সপ্তাহে অন্তত এক বার মুখে স্ক্রাব করুন। এর ফলে মুখের মৃত কোষগুলি নির্মূল হবে, মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে নতুন দাড়ি গজাতে সুবিধে হবে।