শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার কি একটি অ্যান্ড্রয়েড ফোন আছে ? আপনি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন ৷ তাহলে আপনার মাসের ইন্টারনেট খরচ বা মোবাইল বিল সহজেই আয় করতে পারবেন ৷ এজন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না ৷ শুধু আস্ক অ্যানসারস সাইটে প্রশ্ন করে কিংবা অন্যের বা নিজের প্রশ্নের উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে হবে ৷    পয়েন্ট অর্জন করার নিয়মঃ  আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে পাবেন ১ (এক ) পয়েন্ট ৷  আপনি কোন প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ (পাঁচ) পয়েন্ট ৷  আপনার দেওয়া কোন উত্তর নির্বাচিত হলে পাবেন বোনাস হিসেবে এক পয়েন্ট ৷  এভাবে আপনি পয়েন্ট অর্জন করুন ৷ আর আপনার একাউন্টে ১০০০ (এক হাজার) পয়েন্ট জমা হলেই পাবেন ১০০ টাকা ফ্লেক্সিলোড অথবা বিকাশ কিংবা নগদ ৷  তাই আর দেরি না করে প্রশ্ন ও উত্তর করা শুরু করে দিন আস্ক অ্যানসারস সাইটে ৷  বিশেষ দ্রষ্টব্যঃ আপনি চাইলে দুটি একাউন্ট খুলতে পারেন ৷ একটি থেকে প্রশ্ন করবেন আর অন্যটি থেকে উত্তর দিতে পারবেন ৷ তবে প্রতিটি প্রশ্ন হতে হবে ইউনিক এবং উত্তর দিতে হবে কপি মুক্তভাবে ৷  পয়েন্ট অর্জন শর্তাবলীঃ ১) প্রতিমাসে কেবল ১ বার ১০০ টাকা পাবেন ৷ প্রতি মাসে ১০০০ এর বেশি পয়েন্ট বা কম পয়েন্ট চলতি মাসে কিংবা পরবর্তী মাসে হিসেবের মধ্যে ধরা হবে না৷ ২) শুধু উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করলে হবে না ৷ প্রশ্ন এবং উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে হবে৷ এক্ষেত্রে প্রতিমাসে কমপক্ষে ৫০ টি প্রশ্ন করতে হবে৷ ৩) প্রতিটি প্রশ্ন করার জন্য পাবেন ১ পয়েন্ট এবং অন্যের প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ পয়েন্ট ৷ এছাড়া বোনাস পয়েন্টতো আছেই৷ ৪) একই মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দুটি একাউন্ট চালালে যেকোন একটি একাউন্টের জন্য টাকা পাবেন৷ ৫) তবে ইচ্ছে করলে আপনি দুটি একাউন্ট চালিয়ে দুটির জন্যই টাকা পেতে পারেন৷ সেজন্য দুটি আলাদা আলাদা ফোন থেকে বা একটি ফোন ও একটি কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে ভিন্ন নামে  একাউন্ট চালালে দুটি থেকেই টাকা ইনকাম করতে পারবেন৷ ৬) প্রতিটি  প্রশ্ন হতে হবে ইউনিক ৷ এছাড়া কোন প্রশ্নে যদি বানান ভুল থাকে বা বিভাগ ভুল থাকে এবং কোন সদস্য সতর্ক করে তাহলে সেই প্রশ্নের জন্য ১ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে৷ ৭) প্রতিটি উত্তর হতে হবে মানসম্মত এবং তথ্যবহুল ৷ কোন সাইট থেকে হুবহু কপি করে দেওয়া যাবেনা ৷ যদি কপি করার প্রয়োজন হয় তাহলে কিছু কিছু বিষয় বা লাইন পরিবর্তন করে দিতে পারবেন৷ আর শেষে সূত্র হিসেবে সেই উত্তরটির লিংক দিতে হবে৷  ৮) আপনার উত্তর দেওয়ার পরে যদি কেউ উত্তর দেয় এবং সেটি প্রশ্নকর্তা বা প্রশাসন কর্তৃক সর্বোত্তম নির্বাচিত হয় তাহলে সেই উত্তরের ৫ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ যাবে৷ ৯) সদস্য হিসেবে অবশ্যই আপনার ইমেইল যাচাই করে নিতে হবে এবং প্রোফাইলে সঠিক মোবাইল নং সহ সব তথ্য  দিতে হবে৷ ব্যক্তিগত বার্তা চালু রাখতে হবে এবং দেয়ালপোস্ট চালু রাখতে হবে যাতে প্রশাসন যেকোন সময় যোগাযোগ করতে পারে৷ ১০) এই অফার কেবল সাধারণ সদস্যের জন্য প্রযোজ্য হবে ৷ কোন বিশেষ সদস্য বা প্রশাসনের কেউ এই অফারের আওতায় আসবে না ৷  বিশেষ দ্রষ্টব্যঃ প্রশাসক উপরোক্ত শর্তাবলী যেকোন সময় পরিবর্তন, পরিবর্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন৷  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ