শেয়ার করুন বন্ধুর সাথে

জোনাকিরা আলো তৈরির সময় কোন আল্ট্রভায়োলেট বা ইনফ্রারেড রশ্মি তৈরি করে না। ফলে এ আলো হয় ঠান্ডা যা থেকে প্রকৃতিতে কোনো তাপ ছড়ায় না। জোনাকির আলো হলুদ, নীলাভ-সবুজ ও ফিকে লাল হতে পারে। এ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৫১০ থেকে ৬৭০ ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। জোনাকিরা এ আলো এক সাথে অনেক পোকা মিলে ছন্দে ছন্দে জ্বালিয়ে থাকে। এর প্রধান কারণ হলো শিকার ও যৌন মিলনের জন্য সঙ্গীকে আকৃষ্ট করা।