দ্রুত বীর্যপাতের চিকিৎসা করাটা নির্ভর করে রোগীর উপর৷  কারন হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণ ভিত্তিক প্রয়োগ করতে হয়৷ কাজেই সবার ক্ষেত্রে এক ঔষধ কাজ করবে না ৷ তবে সচরাচর যে ঔষধ ব্যবহার হয় তা হলো- চায়না, জেলসিয়াম, লাইকোপোডিয়াম, এসিড ফস, নেট্রাম মিউর, এগনাস, বিউফো, উইদানিয়া, টিটেনিয়াম ইত্যাদি ৷