শেয়ার করুন বন্ধুর সাথে

আমার জানা মতে একজন গাড়ি চালক হিসেবে একজন গাড়ি চালকের দায়িত্ব-  *তার লিগেল লাইসেন্স ও রিয়েল ডকুমেন্ট থাকতে হবে।  *গাড়ি চালানোর আগে সিট বেল্ট পড়ে গাড়ি চালাতে হবে।  *গাড়ি চালানোর সময় সে দেশের সব নিয়ম মেনে গাড়ি চালাতে হবে ও সাবধানে গাড়ি চালাতে হবে।  *বেশি গতিতে গাড়ি চালানো যাবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে।  *গাড়ির চালানোর সময় মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে।  *গাড়ি চালানোর সময় সব সময় স্টিয়ারিং এ হাত থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ