সাধারণত গর্ভকালীন সময় ৭ থেকে ৯ সপ্তাহ হলে প্রেগন্যানসি ক্লিয়ার করা যায় ঔষধের মাধ্যমে ৷ বাজারে মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রিস্টোল ঔষধের সমন্বয়ে ট্যাবলেট পাওয়া যায় ৷ যেটা নিয়ম অনুযায়ী খেলে অনেকেরই প্রেগন্যানসি ক্লিয়ার হয়ে যায় ৷ তবে এতে প্রচুর পরিমানে রক্তপাত হতে পারে এবং তলপেটে ভীষন ব্যথা হতে পারে ৷ যার কারনে বাড়িতে নিজে নিজে একাই ঔষধ সেবন করলে রোগী মারাও যেতে পারে ৷ তাই সাবধান থাকাই ভালো ৷ প্রয়োজন হলে গাইনি চিকিৎসকের পরামর্শ নিন ৷ আর চার মাস বয়স পর্যন্ত ইনজেকশন এর মাধ্যমে ক্লিয়ার করা যায় ৷ যেটা আরো ঝুকিপূর্ণ তাই চিকিৎসকের পরামর্শ ব্যতিত কখনোই ব্যবহার করা উচিৎ নয় ৷