১. ব্যষ্টিক পরিবেশের উপাদান গুলো কোম্পানি কিছুটা হলেও নিয়ন্ত্রন করতে পারে।কিন্তু সামষ্টিক পরিবেশের উপাদান গুলো কোম্পানি নিয়ন্ত্রন করতে পারে না। ব্যাষ্টিকের উপাদানগুলো প্রত্যক্ষ ভাবে প্রভাব বিস্তার করে অন্যদিকে সামষ্টিক পরোক্ষ ভাবে প্রভাব বিস্তার করে ।ব্যষ্টিকের উপাদানগুলো প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থান করে ।কিন্তু সামষ্টিকের গুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনের বাহিরে অবস্থান করে।ব্যষ্টিক পরিবেশের উপাদান গুলো তুলনামূলক কম পরিবর্তনশীল অন্যদিকে ব্যষ্টিকের উপাদান গুলো বেশি পরিবর্তনশীল।ব্যষ্টিক পরিবেশের উপাদান কোম্পানি , সরবরাহকারী , বিপণন মথ্যস্থকারবারী , প্রতিযোগী , জনগোষ্টি ও ক্রেতা সাধারন।অন্যদিকে সামস্টিকের উদাহারন জনসংখ্যাগত , অর্থনৈতিক ,প্রাকৃতিক রাজনৈতিক , প্রযুক্তিগত ও সাংস্কৃতিক পরিবেশ। আশা করি বোঝতে পেরেছেন।