আমার সাথে ঘটেছিল চোখের সমস্যা। প্রায় এক বছর আগে অত্যধিক মোবাইল চালানোর ফলে আমার চোখে সমস্যা হয়েছিল। অনেক ওষুধ দেওয়া লেগেছিল। ভাগ্যিস চশমা লাগেনি। এর ফলে পড়ালেখার প্রচুর ক্ষতি হয়েছিল। তবে বর্তমানে মোবাইল চালানো কমিয়ে দেওয়া এবং মোবাইলে আই প্রোটেকশন ব্যবহারের কারণে চোখে আর কোনো সমস্যা নেই।