Rightly হলো Adverb এবং বাকিগুলো Adverb(ক্রিয়াবিশেষণ নয়)। কারণঃ Rightly শব্দটি Adverb of Manner(ভাববাচক ক্রিয়াবিশেষণ)। যে Adverb দ্বারা verb-এর কাজ কেমন করে, অর্থাৎ কীরূপে সম্পূর্ণ হয় বোঝায়, তাকে Adverb of Manner বলে। আর rightly দ্বারা সঠিকভাবে কাজ করাকে বোঝায়।

সাধারনত আমরা জানি যে কোনো ইংরেজি শব্দের শেষে ly থাকলে adverb এটি হয়।কিন্তু চিনার আসল নিয়ম হল যদি adjective এর পরে ly যুক্ত হয় তবে এটি adverb হবে। আবার noun এর সাথে ly যুক্ত হলে এটি হবে adjective । প্রশ্নে উল্লেখিত ৪টি শব্দের মাঝে Lovely,homely,bratherly,ইত্যাদি হল adjective কেননা love শব্দটি noun/verb , home শব্দটি noun, bratherশব্দটি noun । এখান এদের শেষে ly যুক্ত হওয়ায় এগুলো adjective ।কিন্তু right শব্দটি adjective যা দোষ,গূন,অবস্থা ইত্যাদি বুঝায়।আর এর সাথে ly যুক্ত হওয়ায় এটি adverb of manner বুঝায়। ধন্যবাদ। আমি নিজের শিক্ষার আলোকে উত্তর দেয়ার চেষ্টা করেছি বিঃদ্রঃ-এরখম আরো প্রশ্ন করতে পারেন।