শেয়ার করুন বন্ধুর সাথে

আমাজন এখনো অনলাইন শপিং ব্যবসা বাংলাদেশে শুরু না করার কারণ হচ্ছে,এরা মনে করে বাংলাদেশীরা সব বস্তিতে থাকে আর সারাদিন নদীতে মাছ ধরে আর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।বিশ্বাস করুন বেশির ভাগ পশ্চিমারা বাংলাদেশ সম্পর্কে এমন ধারনা পোষন করে। এর একটা বড় কারণ হচ্ছে পশ্চিমা মিডিয়াগুলি সবসময় বাংলাদেশের পুরান ঢাকা, নোংরা বস্তি আর নদীর উপকূলীয় জায়গা গুলো নিয়ে ডকুমেন্টারি করে। এখন আরেক উৎপাত শুরু করছে বিদেশী ইউটিউবাররা,এরা ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য পুরান ঢাকা,কাচা বাজার,রেল লাইনের পাশের বস্তিগুলোকে পুরো বাংলাদেশের নামে চালিয়ে দেয়।এদের ভিডিওতে এই তিনটা জিনিস ছাড়া আর কিছু পাবেন না। এইসব কারণে আমাজন,পেপাল,গুগল,ইউটিউবের মত বড় বড় টেক জায়ান্টগুলির এই দেশে ব্যবসা কিংবা কোনো অফিস নেই।এরা বাংলাদেশকে গণায় ও ধরে না।যেখানে ইয়েমেনের মত দেশে পেপ্যাল আছে সেখানে বাংলাদেশে নাই,এবার বুঝেন অবস্থা।অথচ এই পেপ্যাল টা বাংলাদেশের জন্য কতটা জুরুরি সেটা আমরাই জানি।আমাজনের মত টেক জায়ান্ট বাংলাদেশে আসলে কখনোই লোকসানে পড়বেনা।কারন বাংলাদেশে এখন অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা তুঙ্গে।আমাজন বাংলাদেশে আসলে চায়না কোম্পানি দারাজ ডট কমের অস্তিত্বও পাওয়া যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ