শেয়ার করুন বন্ধুর সাথে

এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যাই উত্তর দেন না কেন, তা সরাসরি দেয়াই ভালো। কারণ আপনি এই বিষয় নিয়ে যত অপেক্ষা করবেন বা সময় নেবেন, ততই জটিল আকার ধারণ করবে। আর একটা সময় এমন হবে যে, আপনি চাইলেও পিছিয়ে আসতে পারবেন না। 

এসব বিষয় আটকে রাখতে নেই, ভালো না লাগলে সোজা না করে দিন। এবং সেটাই ভালো।

আপনি আপনার শিক্ষককে বিষয়টি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন অথবা আপনি ঐ শিক্ষকের সাথে কথা বলা আস্তে আস্তে করে কমিয়ে দিন।ইনশাআল্লাহ্ আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

আপনার মনে না চাইলে তাকে মানা করে দিন । বলে দেন এই সব বিষয় সোজা বলা ই ভাল ।