শেয়ার করুন বন্ধুর সাথে

রসুন খাওয়ার উপকারিতা নিচে দেওয়া হলো - - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। - উচ্চ রক্তচাপ নিয়ত্রণ করে। - রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করে। - করনারি (হার্ট) ধমনী রোগে উপকারী। - মুখের রুচি ও হজম ক্ষমতা বৃদ্ধি করে। - আমিষ ও ক্যালসিয়াম এর চাহিদা পূরণ করে। - শ্বাসকষ্ট দূর হয়। - রসুন নিয়মিত খাওয়ার ফলে মুত্রাশয় এবং বিভিন্ন অন্ত্র সঠিকভাবে কাজ করে। - সাধারণ সর্দিকাশিতে রসুন উপকারী। - সকালে রসুন খেলে মুখের গন্ধ দূর হয়। - যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক। - কৃমি পরিত্রাণ, জিদ, ডায়াবেটিস, বিষণ্ণতা এধরনের রোগ প্রতিরোধে কার্যকরী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ